রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
কচুয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কলার সাথে সুই খাওয়ানো যুবক
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কচুয়াতে পূর্ব শত্রুতার জেরে ১ যুবককে কলার সাথে সুই খাওয়ানোর অভিযোগ উঠেছে।ঐ যুবক বর্তমানে চিকিৎসাধীন আছে বলে খবর পাওয়া গেছে।এ বিষয় খবর নিয়ে জানাযায়,বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ফেরদাউস শেখ (১৮) নামের এক যুবককে কলার সাথে সুই খাওয়ানোর হয়।ঐ যুবক উপজেলার মঘিয়া ইউনিয়নের সোনাকুড় গ্রামের জামাল শেখের পুত্র।ঘটনার পর ঐ যুবক খাদ্য নালীতে সুই নিয়ে গত ২২ দিনের বেশি সময় ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।ঘটনাটি নিয়ে আহত যুবক ফেরদাউসের চাচাতো ভাই নিজাম শেখ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।নিজাম শেখের তথ্য অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় তার ছোট চাচা জামাল শেখের ছেলে ফেরদাউস শেখকে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর করেন প্রতিবেশী এশারাত শেখ,বাদশা শেখ, মোস্তফা শেখ ও হাবিব শেখ। মারধরের এক পর্যায়ে পাকা কলার ভিতরে সুই ঢুকিয়ে জোরপূর্বক ফেরদাউসকে খাওয়ানো হয়। পরে ফেরদাউসের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে, তারা ফেরদাউসকে ছেড়ে দেয়।ঐ সময় অসুস্থ অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।খুলনা মেডিকেল কলেজ, খালিশপুর ক্লিনিকসহ বিভিন্ন স্থানে ঘুরে টাকার অভাবে সুচিকিৎসা না পেয়ে ৮ ডিসেম্বর খুলনা শহরের সাউথজোন ক্লিনিকে ফেরদাউসের অপারেশন করানো হয়।এখনও তিনি সুস্থ না ৩ মাস পরে আবারও একটি অপারেশন করা লাগবে।আরো জানাযায় গত ০৮ ডিসেম্বর অভিযুক্তরা ফেরদাউসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসার জন্য তারা কিছু টাকাও দিয়েছেন।তবে টাকা দেওয়ার বিষয়ে তারা কোন সদুত্তর দেননি।অভিযুক্ত এশারাত শেখের তথ্য অনুযায়ী ফেরদাউস শেখদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত শত্রুতা রয়েছে কিন্তু সুই খাওয়ানোর ঘটনায় তারা কেউ জড়িত নয়।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলামের তথ্য অনুযায়ী,ফেরদাউসের পরিবার আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.