উজ্জ্বল কুমার দাস কচুয়া বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দেশের বিভিন্ন স্থানের মতো কচুয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।৬ অক্টোবর বুধবার বিকেল ৪ টায় শেখ তন্ময় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জিনাত মহল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃসাইফুল ইসলাম(খোকন)।এদিন আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু,কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস,এস আই মোঃ মোমরেজ আলী,মঘিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড.পংকজ কান্তি অধিকারী,তাসলিমা বেগম,পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি এ্যাড.দিলিপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা,গোলাম শোকরানা আজাদ বালী সহ কচুয়া উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদক মণ্ডলী।আলোচনা শেষে সভাপতি সম্পাদক বরাবর উপজেলার মোট ৪২টি মন্দিরের প্রতিটিতে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়।
৫ views