উজ্জ্বল কুমার দাস কচুয়া,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এমপি মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে। ১৭ জানুয়ারি(সোমবার) বিকাল ৩.৩০ মিনিটের সময় কচুয়া সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে বিকল্প আয়ের উৎস তৈরির লক্ষ্যে কচুয়া ইউনিয়নের ৩৭ জন হতদরিদ্র নিবন্ধিত শিশুদের পরিবারের মাঝে প্রতিজনকে ১ টি করে বকনা বাছুর প্রদান করা হয়।
পর্যায় ক্রমে চলতি মাসের মধ্যে বিভিন্ন ইউনিয়নে আরো ১৯৩ টি পরিবারের মাঝে বকনা বাছুর প্রদান করবে সংস্থাটি।এছাড়াও ২০ টি পরিবারের মাঝে খুদ্র ব্যবসা পরিচালনায় সহায়তায় হিসাবে চা ও মুদি দোকানের মালামাল প্রদান করা হবে বলে জানিয়েছেন কচুয়া এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল। এদিন বকনা বাছুর প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল,উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার সহ এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ প্রমূখ।
৪ views