রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
কচুয়া ইকো-ভিলেজ বাস্তবায়নে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দীর্ঘ ৫০ বছর ধরে নানা মুখি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে।ধারাবাহিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসাবে সংস্থাটি কচুয়া এপি অফিসের মাধ্যমে এলাকা ও এলাকার হতদরিদ্র নিবন্ধিত শিশুদের পরিবারের রুপান্তর মুখি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।এ লক্ষ্যে উপজেলার প্রতিটি গ্রামকে পর্যায়ক্রমে পরিবেশ বান্ধব আদর্শ গ্রামে রুপান্তর করার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে প্রথম বারের মতো আয়োজন করে ইকো-ভিলেজ ও পারমাকালচার প্রশিক্ষণ ২০২১।সাংদিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভা কক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইকো-ভিলেজ কমিটির সদস্যদের নিয়ে ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ধারাবাহিক ভাবে এ প্রশিক্ষণ চলে ১৯ ডিসেম্বর পর্যন্ত।প্রশিক্ষণ পরিচালনা করেন এপির দক্ষ প্রশিক্ষক বৃন্দ।কচুয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ এসোসিয়েশন ফর সাসটেনাইবাল ডেভেলপমেন্ট (বি.এ.এস.ডি) এর সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হয়।
ইকো ভিলেজ বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল।এ সময় তিনি ইকো-ভিলেজ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন ও এধরনের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য সংস্থাটির প্রসংশা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এছাড়া আলোচনায় অংশ নেয় কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া এপি অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ,ইকো-ভিলেজ কমিটির সদস্য সহ প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.