রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
কচুয়া উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোট গ্রহন ৭ অক্টোবর
উজ্জ্বল কুমার দাস কচুয়া বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমানের মৃত্যুতে কচুয়া উপজেলা চেয়ারম্যানের আসন শূন্যতা দেখা দেয়।এসময় নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী পদটি শুন্য ঘোষনা করেন।একি সাথে বর্তমানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার কে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে সাময়িক দায়িত্ব দেওয়া হয়।করোনা কালীন পরিস্থিতি স্বাভাবিক ও বিধি নিষেধ শিথিল হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গণ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে কচুয়া উপজেলা পরিষদের উপনির্বাচনে দিন-তারিখ ঘোষণা করা হয়েছে।জেলা নির্বাচন অফিসার ও রিটার্নীং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর বৃহস্পতিবার।এছাড়াও ১৩ সেপ্টেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।রিটার্নীং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার।আর ১৯ সেপ্টেম্বর রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়।এমন অবস্থায় দলীয় মনোনয়ন পাওয়া আশায় অনেকেই শুরু করেছে দৌড়ঝাঁপ।এখন পর্যন্ত এ তালিকায় রয়েছে ডজন খানেক। তবে মনোনয়নপত্র দাখিলের শেষেই এর চুড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে।তবে কে পাবে দলীয় প্রতীক তানিয়ে সরকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া বিএনপি বা সতন্ত্র কোন প্রার্থীর নাম শোনা যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.