রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
কচুয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি ,দৈনিক শিরোমণিঃ
ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অন্যঅন্য স্থানের মতো কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেয়া হয়েছে।এ জন্য উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এসংক্রান্ত সভাও সম্পন্ন করেছেন।ইয়াস মোকাবেলায় উপজেলার ৭টি ইউনিয়নে ৮৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়।২৬ মে বুধবার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের তালেশ্বর বাজারের কাছে ঋষি বাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেলে কচুয়া উপজেলায় প্রশাসন ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের দু'দফা পরিদর্শন শেষে বিকাল ৫ টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহলের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা অন্জন কুমার কুন্ডু,কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড পংকজ কান্তি অধিকারী,সংসদ সদস্য তন্ময়ের একান্ত সহকারী শাহীন,সাংবাদিক উজ্জ্বল কুমার দাস,ইউপি সদস্য মকবুল হোসেন,সাইদ বালী সহ প্রমূখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.