উজ্জ্বল কুমার দাস কচুয়া,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কচুয়া নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস ২০২২।২ জানুয়ারী রবিবার দেশের বিভিন্ন স্থানের মতো কচুয়া উপজেলায় “মুজিব বর্ষের সফলতা,ঘরে বসেই পাবেন সকল ভাতা“এই শ্লোগানকে সামানে রেখে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। সকাল ১০টায় প্রথমে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয় । পরে উপজেলা শেখ তন্ময় মিলণায়তনে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৪ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসাভাতা, ১০ জন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের আর্থিক সহায়তা ও ৪ জন ভিক্ষুককে আর্থিক সহায়তা সহ সর্বমোট ১ লক্ষ টাকা প্রদান করেন।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইকের সঞ্চালোনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ হাসিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, কচুয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হরপ্রসাদ মিস্ত্রী, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা,নির্বাচন কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান প্রমূখ।
৩ views