উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দেশের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান।এ উপলক্ষে আন্তর্জাতিক উন্নয়ন মুলক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজন ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়।৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাগেরহাট জেলার কচুয়ায় ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।কচুয়া এপির উদ্যোগে “বাংলাদেশের সকল শিশুর জন্য আশা, ও আনন্দ, ন্যায্যতার স্বর্ণালী ৫০ বছর” শ্লোগানকে সামনে রেখে এদিন সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা উড়ানো, কেক কাটা, গণস্বাক্ষরতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন আহম্মেদ,শহিদ শেখ ফজলুল হক মনি কারিগারি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নরেশ কুমার রায়, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মনি শংকর পাইক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যার শিকদার হাদিউজ্জামান হাদিজ,প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার আহবায়ক মীর আওসাফুর রহমান মারুফ, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম বুলু , প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল, রিপন হালদার, ইশিতা বৈরাগী, শিউলি কস্তা, কল্লোল বেনজামিন দাস, সমর হালদার, এপির গাবরিয়াল, পলাশ রঞ্জন সরকার, ক্রিস্টিয়ানা রাখি সহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ও ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপির সুবিধাভোগী শিশু প্রমুখ।
২৯ views