রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১৮ নভেম্বর ২০২৪ | ৩ অগ্রহায়ণ ১৪৩১ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
কচুয়া নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তি পালন
উজ্জ্বল কুমার দাস ,(কচুয়া,বাগেরহাট)প্রতিনিধিঃ দেশের অন্যঅন্য স্থানের মতো কচুয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী।
২৬ মার্চ কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়।এরপর সূর্যদয়ের সাথে সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।সকাল ৮ ঘটিকায় কচুয়া উপজেলার সামনে নবনির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,আওয়ামীলীগ সহ দলের সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,কচুয়া প্রেসক্লাব,স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লীবিদ্যুৎ সমিতি, কচুয়া সদর ইউনিয়ন পরিষদ, মঘিয়া ইউনিয়ন পরিষদ,বিভিন্ন বেসরকারি সংস্থা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন সহ আরো অনেকে।
এর পর সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে সালাম গ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃমনিরুল ইসলাম।এদিন উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত বাজিয়ে সন্মান প্রদর্শন করেন।পরে শান্তির প্রতিক পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দেওয়া হয়।এবছর করোনা ভাইরাসের কারনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন সীমিত করা হয়েছে।তবে বরাবরের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেয়া হয়।আজ সন্ধ্যায় দিবসটি উপলক্ষে শেখ তন্ময় অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.