উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির পক্ষ থেকে ৬৩৮ টি হতদরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।১৭ জুন বৃহস্পতিবার কচুয়া ফুটবল মাঠ ও মঘিয়া ইউনিয়ন পরিষদ মাঠে কচুয়া এপির মাধ্যমে নিরাপদ পানি সংরক্ষণ করে ব্যাবহারের জন্য হতদরিদ্র পরিবারের মাঝে এ পানির ট্যাংক বিতরণ করা হয়।এদিন কচুয়া উপজেলার কচুয়া ও মঘিয়া ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে মোট ৬৩৮ টি পরিবারের প্রতিটি পরিবারে ১ টি করে গাজী পানির ট্যাংক ফ্রী প্রদান করেন।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান (হাদিস), কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার কল্লোল বেনজামিন দাস,ঈশিতা বৈরাগী,দিনা পাটোয়ারী,রিপন হালদার,বিপ্লব মন্ডল ও এপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা।
৭৪ views