চলমান কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি।
আজ সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগের সব বিধিনিষেধ ৭ জুলাই ২০২১ মধ্যরাত থেকে ১৪ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত কার্যকর হওয়ার সময়সীমা বাড়ানো হলো।
এর আগে গত ১ জুলাই থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয়া হয়েছিল।
অতিরিক্ত এই এক সপ্তাহের মধ্যে ‘অতি জরুরি প্রয়োজন ব্যতীত’ বাড়ির বাইরে বের হলে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সর্বশেষ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এ পর্যন্ত কোভিডে একদিনে সর্বোচ্চ সংখ্যক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]