গাজীপুরের টঙ্গীতে কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে এক আওয়ামী লীগ নেতা ঈদ পুনর্মিলনী আয়োজন করেন। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানা গেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মহানগরীর টঙ্গীর দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে প্যান্ডেল টাঙিয়ে জাকজমকপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের ভোজের দাওয়াত দেন গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপু।
দুপুর একটার পর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দিপুর বাসায় এসে উপস্থিত হয়। এরপর কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে শুরু হয় দুপুরের খাওয়া-দাওয়া। ভূরিভোজের পুরো অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ প্রচার করেন ইমরান হোসেন বাবু নামে এক ছাত্রলীগ নেতা।
ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা বলেন, আসসালামু অলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ৪৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপুর বাসভবনে। গাজীপুর সিটি করপোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নির্দেশে আমাদের ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপু ভাই তার বাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিশাল খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী জুয়েলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
এদিকে সরকারি নিদের্শনা অমান্য করে ঈদ পুনর্মিলনীর আয়োজন করার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান দিপু প্রথমে অস্বীকার করে বলেন, যারা আজকের অনুষ্ঠানে এসেছিল তারা আমার আত্মীয়স্বজন। পরে ফেসবুক লাইভ ভিডিওর কথা জানালে তিনি বলেন, রাজনীতি করলে নেতাকর্মীরা সবসময়ই আসা যাওয়া করে। আজকেও তার উল্টো কিছু হয়নি। পরে বৃষ্টির কারণে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে একটি অনুষ্ঠান আয়োজন করার মতো চেয়ার, টেবিলসহ অন্যান্য মালামাল ছিল। ধারণা করছি, পুলিশ যাওয়ার আগেই আয়োজকরা তাড়াহুড়ো করে অনুষ্ঠান শেষ করে চলে গেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]