বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন জুলাই মাসে। কথা দিয়ে ছিলেন দাম্পত্য ভেঙে গেলেও তাদের বন্ধুত্ব অটুট থাকবে। নিজেদের সেই কথা বেদবাক্যের মতো পালন করছেন আমির এবং কিরণ। রোববার (২৬ সেপ্টেম্বর) ছেলে আজাদ রাও খানকে নিয়ে মধ্যাহ্নভোজে বের হয়ে ছিলেন তারা।
ভারতের মুম্বাইয়ের একটি রেস্তরাঁর বাইরে একসঙ্গে দেখা গেছে তাদের। সেখানে আমির পরনে ছিল নীল রঙের গোল গলার টি-শার্ট। কিরণ পরনে ছিল চেক ব্লাউজ ও কালো প্যান্ট। বিচ্ছেদের কিছুই তাদের আচরণে লক্ষ্য করা যায়নি। একে অপরের সঙ্গে বেশ সহজভাবেই হেসেই কথা বলছিলেন তারা।
বিচ্ছেদ ঘোষণার পর একসঙ্গে ‘লাল সিং চড্ডা’-র কাজ শেষ করেছেন তারা। আমিরের সঙ্গেই সেই জন্য লাদাখে উড়ে গিয়েছিলেন কিরণ। হাসি মুখে লেন্সবন্দিও হয়েছিলেন দু’জন। দিন কয়েক আগেই আবার বান্দ্রায় আমিরের এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়ের অনুষ্ঠানে জুটি বেঁধে গিয়ে ছিলেন তারা। শোনা গিয়েছে, দু’জনকে একসঙ্গে দেখে সেখানে অনেকেই অবাক হয়েছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]