ভারতীয় মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। বর্তমানে ‘সুপার ড্যান্সার : চ্যাপটার ফোর’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও তাকে দেখা যাচ্ছে। এর একটি পর্বে তিনি জানিয়েছেন, অনেক দিন থেকেই কন্যা সন্তান চান তিনি।
অনুষ্ঠানে ফ্লোরিনা গাগোইয়ের পারফরম্যান্সে মুগ্ধ হন মালাইকা। ছয় বছর বয়সী এই প্রতিযোগীকে কোলে নিয়ে তিনি বলেন, ‘তোমাকে কি আমার বাড়িতে নিয়ে যাব? বাড়িতে আমার ছেলে আছে। কিন্তু অনেক দিন থেকেই বলছি, যদি আমার একটা মেয়ে থাকত। আমার অনেক সুন্দর জুতো ও পোশাক রয়েছে, কিন্তু সেগুলো পরার কেউ নেই।’
৪৭ বছর বয়সী মালাইকার একমাত্র ছেলে আরহান খান। সম্প্রতি ‘মুন্নি বদনাম’খ্যাত এই অভিনেত্রী জানান, শুধু ছেলের জন্যই রান্না শুরু করেছেন তিনি। মালাইকা বলেন, ‘যখনই সময় পাই রান্না করি। আমার ছেলে এটি খুব পছন্দ করে। সত্যি বলতে রান্না শুরুই করেছি তার জন্য।’
১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের নভেম্বরে বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এর পর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল। ২০১৭ সালে ১১ মে তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।