মোরশেদ আলম, পটিয়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চট্টগ্রামের পটিয়ায় কবুতর খাওয়ার দায়ে একটি বেজিকে ফাসি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্যপ্রানী হত্যার দায়ে নজরুল ইসলাম নামের এক যুবককে বুধবার(৭ই জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী এ জরিমানা প্রদান করেন। ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার দক্ষিণ ভূর্ষী ইউনিয়নের দক্ষিণ ভূর্ষী গ্রামের ফরিদ আহমদের পুত্র নজরুল ইসলাম তাঁর ঘরে কবুতর পালন করে। বেশ কিছুদিন ধরে বেজি কবুতরের বাসায় ডুকে প্রায় ৮/১০টি কবুতর খেয়ে পেলে ফলে যুবক ক্ষিপ্ত হয়ে বাসার পাশে বেজি ধরার ফাঁদ বসায়। এতে গত রবিবার ঐ ফাঁদে বেজিটি ধরা পরে। পরে সে বেজিটিকে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এ ঘটনা তাঁর ফেসবুক লাইভ দিয়ে ভিডিও ছাড়ে। ভিডিও বাইরাল হলে পটিয়া বন বিভাগের নজরে আসলে বণ্যপ্রানী নিধনের অভিযোগে বুধবার দুপুরে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে আসে। পরে তাঁকে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরীর কাছে নিয়ে গেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে যুবককে বণ্যপ্রানী নিধন আইনে ১ হাজার টাকা জরিরমানা প্রদান করে। এবং সে ধরনের বণ্যপ্রানী নিধন করবেনা মর্মে অঙ্গিকারনামা নিয়ে তাঁকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান, এ ধরনের বণ্যপ্রানী হত্যা করা দন্ডনীয় অপরাধ। ফলে এ আইনে তাঁকে ১ হাজার টাকা জরিমানা সহ সতর্ক করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]