জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় সর্বাত্মকভাবে জড়িত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মেয়র তাপস বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত, তা সাক্ষ্য-প্রমাণে স্পষ্ট। তিনি বঙ্গবন্ধু হত্যায় সর্বাত্মকভাবে জড়িত ছিলেন। জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে কমিশন গঠন করে খুনি জিয়ার প্রতীকী বিচার হলেও সম্পন্ন করা দরকার।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]