স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বিসিবি'র নেওয়া প্রথম ধাপের করোনা পরীক্ষার তৃতীয় দিনে এসে গতকাল নমুনা দিয়েছিলেন টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। পরীক্ষার একদিন পর পাওয়া প্রতিবেদনে জানা গেল, তারা দুজনই করোনা নেগেটিভ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি'র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানালেন, ‘গতকাল যে দুজন নমুনা দিয়েছিলেন; মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসন, ওনারা দুজনই নেগেটিভ এসেছেন। এর ফলে আমাদের মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়াল দুজন। একজন সাইফ হাসান ও ট্রেনার নিক লি।’
২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের টেস্ট উপলক্ষ্যে গত সোমবার প্রথম ধাপের প্রথম দিনে জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করিয়েছিল টাইগার প্রশাসন। যেখানে মাত্র দুজনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে একজন হচ্ছেন-জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। আর অপরজন দলের ইংলিশ ট্রেনার নিক লি।
দ্বিতীয় দিনের মত গতকাল পরশু মঙ্গলবার নমুনা পরীক্ষা করা হয়েছিল জাতীয় দলের আট সাপোর্ট স্টাফের। স্বস্তির খবর হলো, এদের কারো শরীরেই করোনা ধরা পড়েনি। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]