করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৬০ শতাংশ বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর এবার সব ধরনের যাত্রীবাহী ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাণঘাতী করোনার প্রকোপ বৃদ্ধির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত ৫ হাজার ১৮১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ পর্যন্ত দেশে ৬ লাখ ৮৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৪৯ জন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]