বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে তিনি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
স্ট্যাটাসে অধ্যাপক নাসিমা সুলতানা লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’
উল্লেখ্য, অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকা গ্রহণকারীর একজন। গত ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। এরই অংশ হিসেবে ২৭ জানুয়ারি টিকা নেন অধ্যাপক নাসিমা সুলতানা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]