করোনা আক্রান্ত কঙ্গনা রাণৌত। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
তিনি লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত এবং দুর্বল লাগছিল। চোখে জ্বালা অনুভব করছিলাম। গতকাল হিমাচলে করোনা পরীক্ষা করাই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’
কোভিড মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে কঙ্গনা আরো লিখেছেন, ‘জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। তবে এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। যত ভয় পাবেন ততো ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯ ধ্বংস করি। এটি সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না।’
ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রেকর্ড সংখ্যক মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন। অনেক বলিউড তারকা অভিনয়শিল্পী মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও বেশিরভাগই সুস্থ হয়েছেন। আবার কয়েকজন প্রাণও হারিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]