কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইট বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইটে ট্রুডো বলেন, ‘আমার করোনা শনাক্ত হয়েছে, তবে আমি ভালো বোধ করছি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই সপ্তাহে দূর থেকে কাজ চালিয়ে যাব।’
প্রধানমন্ত্রী ট্রুডো দুটি ভ্যাকসিন ডোজ এবং একটি বুস্টার শট নিয়েছেন। একটি টেলিভিশন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি ভ্যাকসিন-বিরোধী প্রতিবাদকারীদের নিন্দা করেছেন।
তিনি বলেন, রাজধানীতে কিছু লোকের আচরণে কানাডিয়ানরা হতবাক এবং বেশ বিরক্ত।
ট্রুডো বলেছেন, ‘আমি পরিষ্কার করতে চাই যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের অপমান এবং গৃহহীনদের কাছ থেকে চুরি করে তাদের আমরা সমর্থন করি না। যারা ভাঙচুরে লিপ্ত বা আমাদের প্রবীণ সৈনিকদের স্মৃতিকে অসম্মান করে তাদের সঙ্গ আমরা গ্রহণ করব না।
সোমবার দেশটিতে কিছু বিক্ষোভকারী পার্লামেন্ট হিলের আশেপাশে ট্রাফিক অবরোধ করে এবং বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটায়
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]