করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এর ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আজ বৃহস্পতিবার থেকে পিএসএল শুরু হওয়ার কথা। অথচ এমন দিনেই কিছুক্ষণ আগে নিজেই এই দুঃসংবাদ জানিয়েছেন আফ্রিদি।
আপাতত তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
পাকিস্তানের এই সাবেক সুপারস্টার টুইটারে লিখেছেন, 'দুর্ভাগ্যজনকভাবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু বিন্দুমাত্র উপসর্গ নেই। আশা করি তাড়তাড়ি সুস্থ হয়ে যাব। যত দ্রুত সম্ভব কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেব। পিএসএলরর প্রতিটি দলের জন্য রইল শুভেচ্ছা। অবশ্যই আমার শেষ পিএসএলে নিজের সেরাটা উজাড় করে দেব। ’
এই বছরই মুলতান সুলতান্স থেকে আফ্রিদিকে দলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এছাড়াও পেশোয়ার জালমি এবং করাচি কিংসের হয়েও খেলেছেন তিনি। পিএসএলে ৫০টি ম্যাচে আফ্রিদির সংগ্রহ ৪৬৫ রান। বল হাতে নিয়েছেন ৪৪টি উইকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পিএসএলের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিন পর্ব শেষ করে পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলে তবেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলে যোগ দিতে পারবেন ৪১ বছর বয়সী আফ্রিদি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]