জাতীয় সংসদের হুইপ ও পটিয়া (চট্টগ্রাম-১২) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নমুনা পরীক্ষায় হুইপ সামশুল হক চৌধুরীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী শারুন জানান, গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় অংশ নিয়েছিলেন তার বাবা হুইপ সামশুল হক। এরপর থেকে তিনি অসুস্থ বোধ করতে থাকেন। পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফল কোভিড-১৯ ‘পজেটিভ’ আসে।
চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসায় হুইপ সামশুল হককে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান শারুন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]