রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
করোনায় মারা গেলেন ইউ পি চেয়ারম্যান নজরুল ইসলাম
হাবিবুর রহমান হাবিব,ঘাটাইল(টাংগাইল)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ঘাটাইলের ইউ পি চেয়ারম্যান নজরুল ইসলাম।করোনা ভাইরাস ভারতীয় ভেরিয়েন্টের উপসর্গ নিয়ে মারা গেলেন ঘাটাইল ৬নং দিঘলকান্দী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।ঘাটাইলের ৩নং জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীমের সুত্র মতে জানা যায়, অসুস্থ হয়ে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। একটু সুস্থ হলে সেখান থেকে দিন সাতেক আগে বাড়ি আসেন। গত ৪ দিন আগে ঘাটাইল হাসপাতালে করোনার টেষ্টের জন্য নতুন করে নমুনা দিয়েছিলেন। পরে ওই রিপোর্ট অনুযায়ী তার শরীরে ভারতীয় ভেরিয়েন্ট ধরা পড়ে। এ অবস্থায় তিনি বাড়ীতেই হোম কোয়ারাইন্টানে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।শুক্রবার (১৮ জুন) সকালে তিনি একটু বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ পৌনে ১১টার দিকে তিনি মারা যান। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.