মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ করোনা সংক্রমণের উর্ধ্বমুখীতে দেবিদ্বারবাসীকে সচেতন করতে আবারও মাঠে নেমেছে থানা পুলিশ। বিনামাস্কে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন। কাঁচাবাজার, শপিংমল ও বিপণিবিতানগুলোতে যাতায়াতকারীরা সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশিরভাগের মুখে মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দিচ্ছেন এলাকাবাসী। এ কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সারাদেশে মাঠে কাজ করছে দেবিদ্বার থানা পুলিশ।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, পুলিশ সদর দপ্তর ও কুমিল্লা জেলা পুলিশ সুপারের পক্ষথেকে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি মানুষকে জোর করে শেখানো সম্ভব নয়। এজন্য সচেতনতা বাড়াতে সারাদেশের পুলিশের ইউনিটগুলো ব্যানার টানছে। কোথাও কোথাও মাইকিং করছে। রাস্তায় কাউকে মাস্ক ছাড়া দেখলেই তার মুখে মাস্ক পরিধান করিয়ে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মাস্ক দেওয়া হয়েছে। অবস্থাভেদে কোনো কোনো স্থানে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]