মো: খায়রুল ইসলাম,নরসিংদী প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ইদানিং নরসিংদীতে মরণ ব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক আকারে পেয়েছে। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউনা কেউ মারা যাচ্ছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তারপরও ঘোড়াশাল পৌর সভার মেয়র মো: শরীফুল জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন সুরক্ষা ও খাদ্যদ্রব্য নিয়ে ঘোড়াশাল পৌরবাসীর দুয়ারে দুয়ারে গিয়ে অসহায় মানুষের খোজ খবর নিচ্ছেন এবং মাক্স, হ্যান্ড সেনিটাইজার এবং বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরণ করছেন। আর এ সকল করছেন তার নিজস্ব তহবিল থেকে। প্রতিদিন কাক ডাকা ভোরে তিনি ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছেন সমাজের অসহায় মানুষের বাড়ীতে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এ ব্যাপারে ঘোড়াশাল পৌর সভার মেয়র মো: শরীফুল হককে জিজ্ঞাসা করলে তিনি এ প্রতিনিধিকে জানান, মহান সৃষ্টিকর্তা তাকে অসহায় মানুষের সেবা এবং সাহায্য সহযোগিতা করার জন্য এ দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, মহান সৃষ্টিকর্তা যতদিন তাকে বাচিয়ে রাখবেন ততদিন তিনি অসহায় মানুষের সেবা করে যাবেন। মানুষকে সেবা দিতে পারলে তিনি নিজকে সুখী মনে করেন। আর এ কাজটি করতে পারাটাই ঘোড়াশাল পৌরবাসী তাকে দুই দুই বার পৌরসভার মেয়র নির্বাচিত করেন। মানুষের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি এ মানবসেবার দায়িত্বটি পেয়েছেন, তিনি শুকরিয়া আদায় করে বলেন। মহান আল্লাহ তায়ালা তাকে যেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পারেন পৌরবাসীর নিকট তিনি এই দোয়া কামনা করছেন। বিগত দিনের উন্নয়ন এবং সেবায় মুগ্ধ হয়ে বিপুল ভোটে আমাকে মেয়র নির্বাচিত করেছেন ঘোড়াশাল পৌরবাসী, তাই আমি ‘মেয়র নয় পৌরবাসীর জন্য একজন সেবক হতে চাই’। মানুষ আমাকে ভোট দিয়েছেন সেবা পাওয়ার জন্য, যথাযথভাবে পৌর সুযোগ-সুবিধা ভোগ করার জন্য, তাই দলমতের উর্ধ্বে থেকে নাগরিক সেবাই হবে মূখ্য উদ্দেশ্য। পৌর মেয়র মো: শরীফুল হকের এহেন কাজটি সমাজে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]