করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণকে সাথে নিয়েই মহামারি মোকাবিলা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
শনিবার দুপুরে এফবিসিসিআই আয়োজিত ঈদে মিলাদ্দুননবী উপলক্ষে এক অনলাইন আলোচনায় এ কথা জানান মন্ত্রী। এতে বিভিন্ন দেশের ইসলামিক স্কলাররা অংশ নেন।
মন্ত্রী বলেন, হযরত মুহাম্মদ (স.) কল্যাণ, শান্তি ও মানবতার শিক্ষা দিয়েছেন। সেই আদর্শ নিয়ে চলার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী ব্যবসায়ীদের সততা, নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করনে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]