উদ্বেগজনক হারে বাড়ছে টাঙ্গাইল জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সাত করোনা রোগীর মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও নয় জন।
বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাদিকুর রহমান গনমাধ্যমকে জানান, ‘করোনা রোগীদের মধ্যে চার জন আইসিইউতে এবং বাকিরা করোনা ডেডিকেটেড ইউনিটে ও আইসোলেশন সেন্টারে মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে করোনা রোগী ও সন্দেহভাজন করোনা রোগীদের চাপ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে হাসপাতালের দুটি জেনারেল (গাইনি ও মেডিসিন) ওয়ার্ড করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।’
হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল সংকটের কারণে চিকিৎসা দিতে হিমসিম তারা খাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতিতেও হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬২৮টি নমুনা পরীক্ষা করে ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৯২ শতাংশ।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন, ‘জেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। হাসপাতালে রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে পুরো হাসপাতালই করোনা রোগীদের জন্য ডেডিকেটেড করার প্রয়োজন হতে পারে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে এই সীমিত সামর্থ্যে আর কুলাবে না এবং তখন রোগীদের ঢাকায় পাঠিয়ে দিতে হবে।’
এদিকে আজ কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও আটক করা হয়েছে ।
মানুষ অপ্রয়োজনে যেন ঘোরাফেরা করতে না পারে, সেজন্য প্রসাশনের সজাগ দৃষ্টি রয়েছে । বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে ।