শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা ৩৪৪ , নতুন আক্রান্ত ১৬১ খুলনা করোনায় সংক্রমনে মৃত্যু ১০ , সুস্থ্য ৫৪ জন করোনায় সংক্রমনে ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮ টা ২৪ ঘন্টায় খুলনার সরকারী-বেসরকারী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫৪ জন। অন্যদিকে ২৪ ঘন্টায় খুলনার ৯ উপজেলা, সরকারী ও বেসরকারী হাসপাতালে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬১ জন করোনা সনাক্ত হয়েছে । বর্তমানে খুলনার ৪টি হাসপাতালে ৪৩৮ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গেল ২৪ ঘন্টায় এই ৪টি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৭২ জন । খুলনা সিভিল সার্জন কার্যলয়ের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রন ) ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনায় চিকিৎসাধীন অবস্থায় করোনা সংক্রমনে ১০ জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে খুলনা ৭, বাগেরহাট ১ , নড়াইল ১ ও চুয়াডাঙ্গা জেলার একজন। খুলনা ৭ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কয়রায় ১, ফুলতলায় ১ ও রুপসায় ১জনের মৃত্যু হয়। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন । ডাঃ ঊষা আরো জানান, খুলনায় করোনা আক্রান্ত হয়ে বর্তমানে ৪৩৮ জন রোগী সাপাতাপালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৮৮, ২৫০ শয্যা (জেনারেল হাসপাতাল) হাসপাতারে ৭৬ জন , শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপতালে ৪৪ জন, গাজী মেডিকেলে ১৩০ জন । তিনি জানান, গেল ২৪ ঘন্টায় খুলনার ৯ উপজেলা, একটি বেসরকারী হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬১ জনের করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে খুলনায় করোনা সংক্রমনের হার ৪৬ শতাংশ বলেও জানান ডাঃ ঊষা । খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার ফুলতলার শামসুর রহমান, বাগেরহাটের রওশন আরা ও নড়াইলের লোহাগড়ার মোঃ মুজিবর রহমান । এ ছাড়া উপসর্গ নিয়ে আরো ৩ জন মারা গেছেন। তিনি বলেন, বর্তমানে এই হাসপাতালটিতে ১৮৮ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন । এর মধ্যে রেডজোনে ১১৫ জন, ইয়ালোজোনে ৩৩ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ৩১ জন রোগী হয়েছেন। ২৫ জন হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়েছে । খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনা রূপসা উপজেলার হাসানুজ্জামান নামে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩৯ জন নারী। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৮ জন। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, করেনায় আক্রান্ত হয়ে বর্তমানে ৪৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৫ জন রোগী ভর্তি হয়েছেন । এ ছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪ জন। এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোন করোনা রোগীর মৃত্যু হয়নি বলেও জানান ডাঃ প্রকাশ চন্দ্র।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]