চারঘাট প্রতিনিধি মোঃ মোহাইমেনউল (স্বপন) দৈনিক শিরোমণি: সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন যুরে দেখা দেখা যাই সরকরা যে সমস্ত দোকান পাট বন্ধের নির্দেশ দিয়েছেন সেই সকল দোকান পাট বন্ধ ছিলো চারঘাটে প্রথম লকডাউনে। তবে নিষেধের পরেও রাস্তায় চলতে দেখা গেছে চার্জার ভ্যান, অটো রিক্সা ও মোটর সাইকেল। মোটর সাইকেলে যদি কেও বাইরে যাই তবে তাকে একা থাকার নির্দেশ থাকলেও দেখা গেছে মোটর সাইকেলে একাধিক যাত্রী। বিকেল ৫ টার পরে নন্দনগাছী বাজার পরিদর্শন করেন চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রাণী কৈরী। তিনি বিকেল ৫ টার পরে দোকান পাট বন্ধ করাখতে বলেন এবং দোকানিদের সত্বর্ক করে বলেন বিকেল ৫ টার পরে কাওকে দোকান খোলা অবস্থায় পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।