কক্সবাজার প্রতিনিধি: কলঘর বাজার বণিক সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কলঘর আবুবকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, কলঘর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি নুরুল হক।
দোয়া ও ইফতার মাহফিলে রমজানে তাৎপর্য বিষয়ে আলোচনা করেন, সাতঘরিয়া পাড়া মাজহারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হারুন, কলঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন কাশেমী।
কলঘর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউপি সদস্য বেলাল উদ্দিন শাহিনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হক, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কোং প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে সমাজসেবক আলহাজ্ব জাফর আলম আমিন, মাওলানা হাবিবুল্লাহ মাতব্বর, মাস্টার আবদুল ওদুদ, সাবেক মেম্বার মোস্তাক আহম্মদ, মোহাম্মদ তাহের মেম্বার, আবু বক্কর ছিদ্দিকী মেম্বার, ব্যবসায়ী রেজাউল করিম রেজা কোং, মাস্টার সলিম উল্লাহ, সাবের আহাম্মদ কোং, লিয়াকত আলী ম্যানেজার, ডা. মোহাম্মদ হাছান, মাস্টার নজরুল ইসলাম, হাফেজ দেলোয়ার,
কলঘর বাজার বনিক সমবায় সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হোছাইন সও, আবদুল মান্নান, যুগ্ম-সম্পাদক নুর হোছাইন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, কার্যকরি কমিটির কর্মকর্তা
আবদুর রহিম, মোহাম্মদ হাছান, সাজেদুল করিম সাজু, আকবর আলী, মোহাম্মদ ছৈয়দ, নুরুল হুদা, কলঘর বাজারের ব্যবসায়ী ও কলঘর বাজার বনিক সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
কলঘর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক বলেন, সক্রিয় সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে কলঘর বাজারের ব্যবসায়ীরা জেলার অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। কক্সবাজার জেলার জনগুরুত্বপূর্ণ ব্যবসায়ীক স্থান কলঘর বাজার। এ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে পরিচালিত হচ্ছে 'কলঘর বাজার বনিক সমবায় সমিতি'র কার্যক্রম।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]