সাইফুল ইসলাম শাহীন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে বসত বাড়ীতে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছে সাত মাসের শিশু সামিয়া।শিশুটিকে বাচাঁতে গিয়ে আগুনে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন শিশুটির মা চাম্পা বেগম (২৭) শরীরের ত্রিশভাগ পুড়েগেছে। সোমবার বিকেল সারে চারটার দিকে ঘটনাটি ঘটেছে ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে।
মৃত্যু সামিয়া ঐ এলাকার রমজান আলীর মেয়ে। পরিবার সূত্রে জানাযায় সামিয়াকে ঘুম পারিয়ে মা চাম্পা বেগম পাস্ববর্তী বিলের মধ্যে কৃষি কাজে যায় এ সময় হঠাৎ তাদের ঘড়ে আগুন লাগে। মূহুর্তেই আগুনের লেলিহান পুড়ে যায় সামিয়া। ভূমিভূত তাদের বসত ঘড়। এ সময় মা চাম্পা বেগম দৌড়ে আসে মেয়েকে বাচাঁতে, গিয়ে দগ্ধ হন।