রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে আজ।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ অভিযোগ গঠন করেন।
এর আগে গত ৬ই ফেব্রুয়ারি চার্জ গঠনের বিষয়ে শুনানি হয়। এর পর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনে অধিকতর শুনানি জন্য অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে এ দিন ঠিক করেন বিচারক।
২০১৮ সালের ৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আদালতে মামলা অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ১৮ জুলাই কল্যাণপুর জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ১০ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।
মামলায় আসামিরা হলেন- সালাহ্ উদ্দিন কামরান, রাকিকুল হাসান রিগ্যান, আব্দুর রউফ প্রধান, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান, মামুনুর রশিদ রিপন ওরফে মামুন, আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট, মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর, আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন ও হাদিসুর রহমান সাগর। এদের মধ্যে ৯ আসামি বর্তমানে কারাগারে রয়েছে। আর আজাদুল কবিরাজ নামে এক আসামি পলাতক।
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ জঙ্গি আস্তানায় রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক ঘণ্টার ওই অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনার দু'দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় ১০ জনকে আসামি করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]