মোঃ সাকিব চৌধুরী, রংপুর মহানগর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ঘরের সিঁধ কেটে চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মামলায় আকরাম হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে তাকে টেপামধুপুর ইউনিয়নের মোল্লাটারী গ্রাম থেকে আটক করা হয়। আকরাম হোসেন টেপামধুপুর ইউনিয়নের মোল্লাটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকরাম হোসেনের বাড়িতে ঘরের সিঁধ কেটে ৭০ হাজার টাকা চুরির অপবাদ দিয়ে ৯ ও ১১ বছরের দুটি শিশুকে ইউপি সদস্য ইউনুছ আলীর বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরে বুধবার দুপুরে ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ ইউপি সদস্যের বাড়ি থেকে শিশু দুইটিকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করে। এরমধ্যে একজন শিশু অসুস্থ্য হয়ে পড়লে তাকে বুধবার সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, শিশু নির্যাতনের ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার বাদী হয়ে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ইউনুছ আলী (৪২) সহ তিনজনের নাম উল্লেখ করে শিশু আইনে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আকরামকে আটক করা হয়।
ওসি মাসুমুর রহমান বলেন, আকরামকে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অমানবিকভাবে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]