নিজস্ব প্রতিবেদন :সভাপতি এ এম স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শাহরিয়ার ।
লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ( শাহরিয়ার ) বলেন আমাদের যুবসমাজকে একটি, নতুন দিগন্তে নিয়ে যাওয়ার অঙ্গীকার।
আমাদের, লাল সবুজ যুব ও সমাজ কল্যাণ পরিষদের, মূল উদ্দেশ্য হলো,
সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, এবং যুব সমাজকে সেই পরিবর্তনের, কেন্দ্র বিন্দুতে রাখা। আমাদের, লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদ, সব সময়ই সমাজের উন্নয়ন, ও যুবসমাজের ক্ষমতায়ন জন্য কাজ করে আসছে।
আমার বিশ্বাস করি, যুবকরাই দেশের মূল চালিকা শক্তি। তাদের সঠিক দিক নির্দেশনা, আদর্শ এবং শিক্ষার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি। আজকের বিশ্বে, যুব সমাজের ভূমিকা অতুলনীয়। যুবক রাই একটি জাতির শক্তি, তারা ভবিষ্যতের ভিত্তি রচনা করে।
আমাদের সংগঠন, সব সময়ই, দেশ ও সমাজের, কল্যাণে কাজ করে যাচ্ছে।
আমরা একতাবদ্ধ, প্রচেষ্টায় সমাজের উন্নয়ন, যুব সমাজের ক্ষমতায়ন, এবং মানবসেবার প্রতিশ্রুতি ভদ্র ।
যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ, তাদের দক্ষতা, মেধা এবং উদ্যমের উপর নির্ভর করে আমাদের দেশের উন্নয়ন। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সততা, ও আদর্শে দিরো, থেকে আমরা একটি, সুস্থ সমাজ, গঠন করতে পারব।
আমাদের সংগঠনের লক্ষ্য হচ্ছে, এই যুবশক্তিকে সঠিক পথে, পরিচালিত করা, এবং সমাজ কল্যাণ মূলক, উন্নয়ন মূলক, কাজের মাধ্যমে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।
আমি ধন্যবাদ জানায়, সকল ছাত্র ও যুবকদের, যারা আমাদের সঙ্গে থেকে, আমাদের প্রতিটি উদ্যোগে, সমর্থন দিয়ে যাচ্ছে । আমরা সব সময় মাদক মুক্ত সমাজ চাই, তাই ছাত্র সমাজের মধ্যে বিভিন্ন, ধরনের খেলার সরঞ্জাম দিয়ে থাকি ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে থাকি ।
যাদের পড়াশোনা ক্ষেত্রে , আর্থিক সমস্যা হয়ে থাকে, তাদের আমরা আর্থিক সহায়তা করে থাকি। বর্তমান যারা বেকার ঘরে বসে আছ, তারা লাল সবুজ যুব ও ক্রিড়া সমাজ কল্যাণ পরিষদ এর সাথে যোগাযোগ করে ফ্রিলানসিং শিখে, প্রতিষ্ঠিত হতে পারবেন । আমরা একসাথে আমাদের লক্ষ্যে এগিয়ে যাই, এবং সমাজের উন্নয়নে অবদান রাখি বলে জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]