গোলাম সরোয়ার মেহেদী, বেতাগী উপজেলা প্রতিনিধ: বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের কাজীরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা(পাড়ের মাদ্রাসা) সামনের একটি খালে আজ সকাল ৯ টার দিকে দেখা মিলল এক অজ্ঞাত নবজাতক বাচ্চা শিশুর মরা দেহ।
নবজাতক বাচ্চা শিশুর মরা দেহ দেখে স্থানীয়দের মনে হচ্ছে, মায়ের গর্ভে থাকা অবস্থায় সাত আট মাস হবে, হয়তো রাতের আঁধারে কে বা কাহারা সদ্য ভুমিষ্ঠ নবজাতক বাচ্চা শিশুটিকে নির্মমভাবে হত্যা করে অথবা খালে ফেলে গিয়েছে,
এখনো জানা যায়নি কোথা থেকে ভেসে এসেছে বা কাহারা খালে ফেলে দিয়েছে এই বাচ্চা শিশুটিকে জীবিত অথবা মৃত।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান সহ থানা স্টাফ বাচ্চাটির মরা দেহ ময়নাতদন্তের জন্য বরগুনার সদর হাসপাতালে প্রেরণ করয়েছেন।