ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের কন্যা মোসা. জোহরা বেগম(৪০)কে মুখে কাপড় বেধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার অভিযুক্ত আফিলগেটের মৃত শেখ আব্দুর রাজ্জাকের পুত্র শেখ মো. ইমারত হোসেন(৬৬)কে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মামলা হয়েছে(মামলা নং -১১, তাং ১৬/৬/২২)। মামলার অভিযোগে জানাগেছে, আফিলগেটের মৃর্ত শেখ আব্দুল রাজ্জাকের পুত্র শেখ মো. ইমারত হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মোসা. জোহরা বেগম(৪০) বাড়ীওয়ালা শেখ মো. ইমারতের বাড়ীতে কাজ করার সুবাদে ঘরে মধ্যে একা পেয়ে বিভন্ন সময়ে খারাপ ইঙ্গিত করে কথাবার্তা বলতো বাড়ীওয়ালা ইমারত হোসেন। ইমারত হোসেনকে এ ধরণের কাজ থেকে বিরত থাকতে বলে জোহরা বেগম এবং তার বাসায় আর কাজ করবেনা বলে জানিয়ে দেয়। পরবর্তিতে ইমারত এমন কাজ আর করবে না বলে আশ^াস দিয়ে তার বাসায় কাজ করার অনুরোধ করে। গত ৫ এপ্রিল বিকাল ৩টার ইমারতের স্ত্রীকে বাড়ীর বাইরে পাঠিয়ে দিয়ে ইমারত জোহরার ঘরে প্রবেশ করে তার মুখ ওড়না দিয়ে বেধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় জোহরা বেগম অসুস্থ হয়ে পড়লে তার ছেলে শফিকুলকে ডেকে আনেন ইমারত হোসেন। শফিকুল এসে তার মাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষিরার একটি হাসপাতালে ভর্তি করে। জোহরা বেগম সুস্থ্য হয়ে গত ১৬/৬/২২ বৃহস্পতিবার খানজাহান আলী থানা ধর্ষণের অভিযোগ এনে শেখ মো, ইমারত হোসেনের নামে মামলা করে। খানজাহান আলী থানা পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত শেখ মো. ইমারতকে আটক করে জেল হাজতে প্রেরণ করে এবং ভিকটিম জোহরা বেগমের ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানষ্টোপ কেয়ার সেন্টারে প্রেরণ করেন।খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান মামলার কথা স্বিকার করে বলেন। অভিযুক্ত মো. ইমারতকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]