আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কয়লার পরিবর্তে ঠাকুরগাঁওয়ে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটার তিন মালিককে জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার (২৪ জানুয়ারী) জেলার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানার পর মামলা দায়েরের কথা নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত শাখার এনডিসি কাইয়ুম খাঁন। তিনি জানান, জেলা সদরের চামেশ্বরী এলাকার মোশারুল, মোলানীর কেএসবি ও ভেলাজনের কেয়া-১ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। কাঠ পুড়ানোর অভিযোগে এবং নিষিদ্ধস্থানে ভাটা স্থাপনের দায়ে তিন ভাটা মালিককে তিন লক্ষ টাকা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত শাখার এনডিসি কাইয়ুম খাঁন আরো জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। কোন ভাটা মালিক যদি কয়লার বদলে কাঠ দিয়ে ইট প্রস্তুত করেন তাহলে ইটভাটা বন্ধের পাশাপাশি অর্থদন্ড ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আর এ অভিযানে যেসব ইটভাটা মালিককে জরিমানা ও মামলা করা হয়েছে সেগুলো ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]