কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিলেটের কানাইঘাট সড়কের বাজারের পূর্ব পাশে অবস্থিত কয়েকটি টিন সেটের দোকানপাট ভাংচুর ও মালামালের ক্ষতি সাধনের ঘটনায় দোকানপাট ভাংচুরকারী ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার মামলার বাদী রফিক উদ্দিন জানান, কানাইঘাট থানার মামলা নং- ২২ তারিখ-২৪/০৯/২০২১ইং। মামলার এজাহারে জানা যায় ত্রাস সৃষ্টি করে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে গত-২০ সেপ্টেম্বর সড়কের বাজারের পূর্ব পাশে অবস্থিত স্থানীয় দর্পনগর পশ্চিম গ্রামের হাজী রফিক উদ্দিনের মালিকানাধীন টিন সেটের মার্কেটের ১০ টি দোকান কোটা সম্পূর্ন ভাবে ভাংচুর সহ অনুমানিক ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪০ জনকে আসামী করে রফিক উদ্দিন বাদী হয়ে সিলেটের দ্রুত বিচার আদালতে সি আর দরখাস্ত মামলা নং-২১ দায়ের করেন। বিজ্ঞ আদালতের নিদের্শে দ্রুত বিচার আইনে দরখাস্তটি থানায় এফআইআর করা হয়। অভিযোগে মামলার বাদী আরো উল্লেখ করেছেন মামলার আসামীরা তাদের সহযোগীদের নিয়ে তার মালিকানাধীন টিন সেটের মার্কেট জবর দখল করার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে আসছিলো। গত-২০ সেপ্টেম্বর সকাল ১১ টা হইতে বিকাল ২ টা পর্যন্ত আসামীরা দেশীয় অস্ত্র সস্ত্র দা, ডেগার, সাবল নিয়ে হামলা চালিয়ে তার মার্কেট ভাংচুর করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]