কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষ্যে কানাইঘাটে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কানাইঘাট অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু হানিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সৌমিত্র কর্মকার, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমদ জাকসি, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন প্রমুখ। এবারের রোকেয়া দিবসে ৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হয়েছেন ৩জন। তারা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সফল জননী হিসাবে নন্দিরাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রকিবের স্ত্রী জাহানারা বেগম ও অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসাবে পূর্ব কুওরেরমাটি গ্রামের মৃত আব্দুল কাইউমের স্ত্রী হানুফা বেগম। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ জয়ীতা ৩ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তোলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]