কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কানাইঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কৃষক রফিকুল হকের হাতে সাড়ে ২৩ লাখ টাকা মুল্যের আধুনিক ধান কাটা ও মাড়াই মেশিন (কম্বাইন হারভেষ্টার) এর চাবী তুলে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। গতকাল সোমবার বেলা ২টায় উপজেলা প্রশাসন চত্তরে কম্বাইন হারভেষ্টার মেশিন হস্তান্তরকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, ওমর ফয়ছল, কবির আহমদ আলীম ইন্ডাস্ট্রিজের সিনিয়র টেরিটরি শফিকুল ইসলাম প্রমূখ। কৃষি কর্মকর্তা এমদাদুল হক বলেন এ কম্বাইন হারভেষ্টার মেশিনের সাহায্যে কম খরচে ঘন্টায় এক একর জমির ধান কাটতে পারবেন কৃষকরা। এতে করে কৃষকরা যেমন উপকৃত হবেন তেমনি সহজে ধান ঘরে তুলতে পারবেন।