রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ | ১৫ রজব ১৪৪৬
কাপ্তাই ও রাজস্থলীতে বন্যহাতির আক্রমনে হতাহত ২৯
মিন্টু কান্তি নাথ :কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ এর আয়োজনে বন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ের রাইখালী ও কাপ্তাই ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিভিন্ন সময়ে নিহত, আহত ও পরিসম্পদ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে চেক বিতরন করা হয়েছে। বুধবার(২৯ জুন) কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ অফিসের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কারিগর পাড়া রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও চেক বিতরন করেন পাল্পউড বাগান বিভাগ অফিসের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।এইসময় রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর নিহত ১ জনের পরিবারকে ৩ লাখ টাকা, কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর বিভিন্ন এলাকাধীন আহত ৪ জনকে প্রত্যেককে ১৫ হাজার টাকা ও পরিসম্পদ ক্ষতিগ্রস্ত ২৪ জনের মধ্যে ১৪ জনের প্রত্যেককে ১৫ হাজার টাকা, ৬ জনের প্রত্যেককে ২ হাজার টাকা , ১ জনকে ২৫ হাজার টাকা ও ৩ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা সহ মোট ২৯ জনকে সর্বমোট ৭ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাব এর সভাপতি কবির হোসেন, রাইখালী ইউপি মেম্বার উসালা মারমা, সাবেক মেম্বার মনুচিং মারমা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.