আফগানিস্তানের কাবুল থেকে ইউক্রেনের নাগরিকদের নিতে আসা বিমান ছিনতাইয়ের ঘটনা সত্যি নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেঙ্কো এ বিবৃতিতে বিমান ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করেন।
এর আগে, সোমবার ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেন, কাবুল থেকে ইউক্রেনের নাগরিকদের নিতে আসা বিমান ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া বিমানটি, ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। ছিনতাইকারীদের পরিচয় নিশ্চিত না করলেও তারা সশস্ত্র ছিল বলেও দাবি করেছেন তিনি।
তবে, এ দাবি অস্বীকার করে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'আফগানিস্তান থেকে নাগরিকদের নিয়ে ছেড়ে আসা সব বিমান নিরাপদে ফিরে এসেছে। এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে ২৬৫ জনকে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে।' ইরানের বিমান চলাচল সংস্থাও বিমান ছিনতাইয়ের খবর নাকচ করে দিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]