আফগানিস্তানের রাজধানী কাবুল সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আবদেল রহমান আল থানি। তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে প্রথমবার সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি কূটনীতিকের এটাই প্রথম সফর।
রবিবার সফরকালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও জাতীয় পুনর্মিলন পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, তালেবানের পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন তালেবানি কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আফগান জনগণকে সহায়তার জন্য কাতারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]