রাজধানীর কামরাঙ্গীরচর ছাতা মসজিদসংলগ্ন বরিশাইল্লা গলি এলাকায় ছুরিকাঘাতে সিফাত ভূঁইয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ওই এলাকায় একটি বোর্ড কার্টুন কারখানায় কাজ করত সিফাত।
কামরাঙ্গীরচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনাটি শুনেছি। কী কারণে সিফাত ছুরিকাঘাতের শিকার হয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। আসামিকে ধরার জন্য কাজ করছে পুলিশ।
সিফাতের কর্মস্থলের মালিক ফজলুল হক জানান, বরিশাইল্লা গলির একটি দোকানে চটপটি খাওয়ার সময় শুভ নামের এক কিশোরের সঙ্গে কথা কাটাকাটি হয় সিফাতের। এক পর্যায়ে শুভসহ দুই থেকে তিন জন মিলে সিফাতকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক ইমারজেন্সির মর্গে রাখা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]