ইউনুছ আলী,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলা কারাগার হতে ০৫ জন ভারতীয় নাগরিককে বিভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাবাসের মেয়াদ শেষ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে লালমনিরহাট জেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে ভারতে পুশব্যাকের জন্য গমন করা হয়।মঙ্গলবার (৩১ মে) সকালে মুক্তি প্রাপ্ত ভারতীয় নাগরিকদের বুড়িমারী চেকপোস্ট নিয়ে যাওয়া হয়। কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ'র নিকট অনুমতি পত্র না থাকায় তাদেরকে গ্রহণ করেনি বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলার ইসমাঈল হোসেন মুক্তি প্রাপ্তরা হলেন, ভারতের আসাম রাজ্যেরএসএস মাইনকারচর ধুবরী জেলার সিংগীমারী থানার পুরান কানাইমারা গ্রামের বাসিন্দা নুর ইসলাম শেখের পুত্র সেলিম মিয়া। তার আরপি নং-০১/২০২১। একই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র আখের জামান। আরপি নং-০২/২০২১। সানোয়ার হোসেনের পুত্র শাহ আলম। আরপি নং-০৩/২০২১। ছুরুদ আলীর পুত্র নূরুজ্জামান। আরপি নং-০৬/২০২১। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার দিনহাটা থানার সাদিয়ালের কুটি গ্রামের বাসিন্দা দুদু মিয়ার পুত্র আলম মিয়া। আরপি নং-০৭/২০২১।এই বিষয়ে কুড়িগ্রাম কারাগারের জেলার ইসমাঈল হোসেন বলেন, আমরা প্রয়োজনীয় কাগজ পত্র পেয়ে ৫ জন ভারতীয় নাগরিককে বুড়িমারী চেক পোস্টে বিএসএফ'র নিকট হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু বিএসএফ'র কাছে অনুমতি পত্র না থাকায় তারা ভারতীয় নাগরিকদের গ্রহণ করেনি। পরে তাদেরকে ফেরত আনা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]