রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
কারাবন্দী প্রেসিডিয়াম নেতার মুক্তি দাবিতে সাভারে মানববন্ধন
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধায় কারাবন্দী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ ৭ নেতার মুক্তি দাবিতে সাভারে মানববন্ধন করেছে দলটির ঢাকা জেলা কমিটি।শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাইপাইল মোড়ে ঢাকা জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে ঢাকা জেলা কমিউনিস্ট পার্টির সদস্য সাজেদা বেগম সাজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা কমিটির সভাপতি সুকান্ত শফি চৌধুরী কমল। সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আবিদ হোসেন, জেলা কমিটির সদস্য ইদ্রিস আলী ও কাজী ফিরোজ।বক্তারা বলেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদের নির্বাচনে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থীদের বিজয় সুনিশ্চিত জেনে স্থানীয় সরকারি দলের সঙ্গে যোগসাজশে প্রশাসনের লোকজন আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে। সাজানো সেই মামলায় আমাদের নির্দোষ সহযোদ্ধারা গত ১৮ দিন ধরে কারাবন্দী। তারা বলেন, গাইবান্ধার আপামর জনগণের সকল দাবি আদায়ে সবসময়ই কমরেড মিহির ঘোষের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির লোকজন সোচ্চার ছিলো বলেই তাকে থামাতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা অবিলম্বে আমাদের কমরেডদের মুক্তির দাবি জানাচ্ছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.