এস এম খলিলুর রহমান রাজু,হবিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে তারাই হবে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি।দক্ষ জনশক্তি তৈরীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নাই।দারিদ্র বিমোচন,কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্ম কর্মসংস্থান, উদোক্তা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা অপরিসীম।১৪ জানুয়ারি শুক্রবার সকালে বানিয়াচং সদরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাঠদান শিক্ষা কার্যক্রম শুভ উদ্বোধন করে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।উক্ত অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মসন সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মাহাম্মদ এমরান হোসেন, কলেজের অধ্যক্ষ দিলপিয়ার আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,জনপ্রতিনিধি ও এলাকর গণ্যমান্যব্যক্তি বর্গ।