মো : সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মাদারীপুরের কালকিনিতে এক ইউপি সদস্যের বসতঘরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ হয়েছে। এ সময় দুইজন আহত হয়েছেন।সোমবার রাত ১টার দিকে মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- ইয়ামিন বেপারী (৪৫) ও সুমন শিকদার (৩০)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়ন পরিষদের সদস্য মান্নান মোল্লার বসতঘরে হাতবোমা তৈরি করার সময় বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই ঘরটির টিনের চালা ও টিনের বেড়া উড়ে যায়। এসময় দুইজন আহত হন।কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল সরদার বলেন বোমার শব্দ পেয়ে আমার ঘটনাস্থলে এসে দেখি বিভিন্ন স্থানে রক্ত পড়ে আছে এবং দুইজন আহত অবস্থায় পড়ে আছে। পরে আমরা পুলিশকে সংবাদ দিয়ে তাদের হাসপাতালে পাঠিয়েছি। যে ঘরে বোমা বিস্ফোরণ হয়েছে সেটি ইউপি সদস্যের ঘর এবং আহতরা তার সমর্থক।ঘটনার পর থেকে ইউপি সদস্য মান্নান মোল্লা পলাতক রয়েছেন। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]