রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬
কালকিনিতে ঘরের আড়ায় ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার
সিদ্দিক খান(বিশেষ প্রতিনিধি মাদারীপুর) মাদারীপুরের কালকিনি উপজেলার অন্তর্গত আলীনগর ইউনিয়নের কালীগঞ্জে গতকাল শনিবার সকালে সুমি আক্তার(২০) নামের এক গৃহবধূর লাশ ঘরের আড়ার সথে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠায় কালকিনি থানা পুলিশ। ঘটনাস্থল থেকে জানা যায়,কালকিনি উপজেলার বাশঁগাড়ি ইউনিয়নের চরকানুরগাঁও গ্রামের মোঃকুদ্দুস শরীফের মেয়ে সুমি।একই গ্রামের লাবু কাজীর সাথে প্রথমে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এবং সে ঘরে একটি পুত্র সন্তান জন্ম দেন লাবু-সুমি দম্পতি।
তবে কিছুদিনের মধ্যে নানা প্ররোচনায় প্রেমের ফাঁদে ফেলে সুমিকে (বাচ্চা সহ) বিবাহ করে একই গ্রামের আসলাম শিকদারের ছেলে মোস্তাকিন সিকদার।পরবর্তীতে কালীগঞ্জ বাজারের পাশে মুক্তা মাস্টারের বাড়িতে (ভাড়া) প্রায় এক বছরের সংসার করে মোস্তাকিন-সুমি দম্পতি। তবে সংসারে নানা সময় কলহ লেগেই থাকতো। বর্তমানে নিহত সুমির স্বামীসহ স্বামীর পরিবারের সবাই পলাতক আছে। এ বিষয়ে কালকিনি থানার তদন্ত ওসি মোঃনাসির উদ্দিন জানায়,"ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.